সিসিএ কার্যালয়ের কর্মকর্তাগণ প্রথমবারের মত “OIC-CERT Cyber Security Drill 2017” এ Player এবং Observer হিসেবে অংশগ্রহন করেছে। উক্ত Drill এ বাংলাদেশ, আজারবাইজান, ইন্দোনেশিয়া, জর্ডান, ভারত, লাওস, শ্রীলংকা, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, মরোক্কো, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান এবং তিউনেশিয়ার ২১ টি CERT একসাথে অংশগ্রহন করে। এই Drill এর মাধ্যমে সিসিএ কার্যালয়ের নবস্থাপিত সাইবার ফরেনসিক ল্যাব ব্যবহারের উপযোগিতা পেয়েছে।