Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৮

সিসিএ কার্যালয়ে নবনির্মিত ডিজিটাল ফরেনসিক ল্যাবটি আজ ১১ এপ্রিল ২০১৮ খ্রিঃ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


প্রকাশন তারিখ : 2018-04-11

             

                                                                                                                             

সিসিএ কার্যালয়ে নবনির্মিত ডিজিটাল ফরেনসিক ল্যাবটি আজ ১১ এপ্রিল ২০১৮ খ্রিঃ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ উপস্থিত থেকে ফরেনসিক ল্যাবের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব সুবীর কিশোর চৌধুরী এবং সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক জনাব আবুল মানসুর মোহাম্মদ সারফ্ উদ্দিন উপস্থিত ছিলেন। সিসিএ কার্যালয়ের “পিকেআই (পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার) সিস্টেমের মানোন্নয়ন এবং সিসিএ কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় এই ফরেনসিক ল্যাবটি স্থাপন করা হয়। স্থাপিত ল্যাবটিতে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ নেটওয়ার্ক এনালাইসিস করার অত্যাধুনিক সফটওয়্যার ও যন্ত্রপাতি রয়েছে, যা দেশে সংগঠিত সাইবার অপরাধ ও অপরাধী সনাক্তকরনে সক্ষম। দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাইরে স্থাপিত এটিই প্রথম কোনো ডিজিটাল ফরেনসিক ল্যাব।